সেলিম মাহবুব, ছাতকঃ
ছাতকে পাগলা শেয়ালের কামড়ে আহত হয়েছেন গাংপাড় পুরান নোয়াকোট গ্রামের ৫ জন শ্রমিক। বৃহস্পতিবার(২৯ জুন) ঈদের দিন বিকেলে গ্রামের পাশে শেয়ালের কামড়ে আহত হন ইসলামপুর ইউনিয়নের পুরান নোয়াকোট গ্রামের আমির আলীর পুত্র জাহাঙ্গীর হোসেন (১৬) ও শফিকুর রহমানের শিশু পুত্র মতিউর রহমান (১০)।
এ রাতে পাগলা শেয়ালের কামড়ে গ্রামের আরো ৩ জন আহত হন। তারা হলেন হারিছ আলীর পুত্র আতিকুর রহমান (৩০),আরব আলীর পুত্র হানিফ আলী (৪৮) ও হায়াত উল্লাহ”র পুত্র হানিফ আলী (৫৫)। আহতরা সবাই দিন মজুর তারা পার্শ্ববতী কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সদস্য ময়না মিয়া। বর্তমানে শেয়াল আতংকে ভুগছেন গ্রামের বাসিন্দারা।