সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের চৌহালীতে বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের মাঝে জেলা প্রশাসনের উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে চৌহালী উপজেলা সম্মেলন কক্ষে এক মতবিনিময় অনুষ্ঠানে জুলাই-আগস্ট আন্দোলনে আহত ১০ জনকে জন প্রতি ১০ হাজার টাকা করে নগদ সহায়তা প্রদান করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে জেলা প্রশাসক স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সমন্বয়ক ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা তাদের দপ্তরসংক্রান্ত সমস্যাগুলো তুলে ধরেন এবং সমাধানের জন্য জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেন। জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম সকল সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস দেন।
এসময় সাংবাদিক আল ইমরান মনু চৌহালী উপজেলার বেকার যুবকদের কর্মসংস্থানের লক্ষ্যে ড্রাইভিং প্রশিক্ষণ, হস্তশিল্প প্রশিক্ষণসহ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠার দাবি জানান। তার প্রস্তাবে জেলা প্রশাসক ইতিবাচক সাড়া দেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রয়োজনীয় ভূমি অধিগ্রহণের নির্দেশনা আগেই দিয়েছেন বলে জানান।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জুয়েল মিয়া, থানার ওসি জিয়াউর রহমান, কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম, মৎস্য কর্মকর্তা তানভীর হাসান মজুমদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হেকমত আলী, ইউপির চেয়ারম্যান বৃন্দ, উপজেলা সমন্বয়ক সরোয়ার হোসেন, তামিম ইকবালসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীরা।