কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিভিন্ন হাট-বাজারের শতাধিক নৈশ প্রহরীকে রাত্রিকালীন দায়িত্ব পালনের সুবিধার্থে বিশেষ ‘রিফ্লেক্টিং ভেস্ট’ নামে এক ধরনের পোশাক বিতরণ করা হয়েছে। পাকুন্দিয়া থানা পুলিশের উদ্যোগে সকলকে একই ধরণের এসব পোশাক বিতরণ করা হয়।
সোমবার সকালে থানা সভাকক্ষে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আয়োজিত এক বিট পুলিশিং সভা শেষে তাদের হাতে এসব পোশাক তুলে দেওয়া হয়। এসময় থানা পুলিশের সদস্য, বিভিন্ন হাট-বাজার পরিচালনা কমিটির সদস্য এবং দায়িত্বপ্রাপ্ত নৈশ প্রহরীরা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আসাদুজ্জামান টিটু (পিপিএম) বলেন, বাজারের নৈশ প্রহরীদের জন্য এটি একটি ব্যতিক্রমী উদ্যোগ। উপজেলার সকল বাজারের সব নৈশ প্রহরীরের দায়িত্ব পালনের সময় পরিধানের জন্য জাতীয় জরুরী সেবা ৯৯৯ লোগো সম্বলিত একই ধরনের রিফ্লেক্টিং ভেস্ট প্রদান করা হয়েছে। একই ধরনের রিফ্লেক্টিং ভেস্ট পরিধানের ফলে নৈশ প্রহরীদের পরিচিতিসহ দৃশ্যমান অবস্থান জানা যাবে। মতবিনিময় সভা এবং সমস্ত উপজেলায় এই ধরনের রিফ্লেটিং ভেস্ট পরিধানের ফলে পারস্পরিক যোগাযোগ এবং সমন্বয় বৃদ্ধি পাবে। দায়িত্ব পালনে উৎসাহ বৃদ্ধি পাবে। তিনি আরো বলেন, যারা পুলিশের সাথে রাত জেগে মানুষের জীবন ও সম্পত্তি নিরাপত্তা দেয় তারা পুলিশের সহযোগী। আমরা একসাথে অপরাধ নিবারনে কাজ করে যেতে চাই। এজন্য এ ধরনের উদ্যোগ।