নিজস্ব প্রতিবেদকঃ
সিরাজগঞ্জের এনায়েতপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় আহত ছাত্রদল নেতা কবির হোসেন (২৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার (১৯ মার্চ) সন্ধ্যায় তিনি ঢাকার ক্রিটিক্যাল কেয়ার অ্যান্ড জেনারেল হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
গতকাল (১৮ মার্চ) বিকেলে চৌহালী উপজেলার সদিয়া চাঁদপুর ইউনিয়নের চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। ইফতার মাহফিল আয়োজন নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে ৭ জন আহত হন, যাদের মধ্যে গুরুতর আহত ছাত্রদল নেতা কবির হোসেনকে ঢাকায় স্থানান্তর করা হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এনায়েতপুর থানা যুবদলের সাবেক সভাপতি আতাউর রহমান আতা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বিএনপি’র রাজশাহী বিভাগীয় সহ সংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আমিরুল ইসলাম খান আলিমের নির্দেশে থানা বিএনপি’র সদস্য সচিব মঞ্জু শিকদারের নেতৃত্বে হামলা চালিয়ে কবির হোসেনকে হত্যা করা হয়েছে। এ হত্যাকাণ্ডের প্রতিবাদে বুধবার সন্ধ্যা থেকে দলীয় নেতাকর্মীরা কেজির মোড় এলাকায় বিক্ষোভ মিছিল করেছে।
বিক্ষোভকারীরা বলেন, “আমাদের ভাই কবির হোসেনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা এই হত্যার বিচার চাই, হত্যার মূল হোতা আমিরুল ইসলাম খান আলিমের ফাঁসি চাই।”
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এ ব্যাপারে জানতে চাইলে এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রওশন ইয়াজদানী জানান গতকালকে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষে ৭জন আহতের ঘটনা ঘটে তার মধ্যে চিকিৎসাধীন অবস্থায় একজন ছাত্রনেতা আজ মারা গেছেন। এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।