কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
আসন্ন কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতা করছেন আলহাজ¦ মো.মকবুল হোসেন। তিনি উপজেলা আওয়ামীলীগের সদস্য। একজন শিল্পপতি ও দানবীর হিসেবে এলাকায় পরিচিতি লাভ করেছেন। নির্বাচনে তিনি কৈ মাছ প্রতীক নিয়ে লড়ছেন।
শুক্রবার সন্ধ্যায় জাঙ্গালিয়া ইউনিয়নের নিজ বাড়িতে পাকুন্দিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে একান্তে সাক্ষাৎকারে মতবিনিময় করেছেন এ প্রার্থী। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মকবুল হোসেন বলেন, আমার চাওয়া-পাওয়ার কিছু নেই। আমি মানুষের জন্য কাজ করছি। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে কৈ মাছ প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতা করছি। আমি নির্বাচিত হলে এলাকার শিক্ষা বিস্তারে ভূমিকা রাখার পাশাপাশি বেকার ও শিক্ষিত যুবকদের জন্য কর্মসংস্থানের সৃষ্টি করব।
তিনি আরও বলেন, নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত সুষ্ঠ। প্রচার-প্রচারণায় কোনো বাধা নেই। সুষ্ঠ ও নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ ভোটগ্রহণ হলে আমি নির্বাচিত হবো ইনশাল্লাহ।
এসময় পাকুন্দিয়া প্রেসক্লাবের সভাপতি আছাদুজ্জামান খন্দকার, সহসভাপতি প্রভাষক তরীকুল হাসা শাহীন, সাধারণ সম্পাদক তানভীর হায়দার, যুগ্মসাধারণ সম্পাদক রাজন সরকার, কোষাধ্যক্ষ মুহিবুল্লাহ বচ্চন ও রিপোটার্স ক্লাবের সভাপতি মুঞ্জুরুল হকসহ প্রেসক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।