কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার লক্ষে দ্বিতীয় ধাপে সারাদেশের ন্যায় কিশোরগঞ্জের প্রত্যন্ত হাওর বেষ্টিত উপজেলাসহ তিন উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাত প্লাটুন মোতায়েন করা হয়েছে। এসব উপজেলায় গত রোববার (১৯মে) হতে দায়িত্ব পালন করছেন বিজিবি নেত্রকোনা ব্যাটালিয়ান (৩১বিজিবি) এর সদস্যরা।
উপজেলাগুলো হচ্ছে-কটিয়াদী, নিকলী ও অষ্টগ্রাম। এ তিন উপজেলার মধ্যে অষ্টগ্রাম হাওর বেষ্টিত প্রত্যন্ত একটি উপজেলা।
জানা গেছে, ২১ মে অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তার নিমিত্তে ইন এইড টু সিভিল পাওয়ার এর আওতায় ১৯ থেকে ২৩ মে পর্যন্ত নির্বাচনী এলাকায় শান্তি-শৃংখলা রক্ষার্থে বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে।