কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
বাংলাদেশ আওয়ামীলীগের ধর্ম-বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন বদরুল ইসলাম বিলাস। তিনি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার শৈলজানী গ্রামের মো. গোলাপ মিয়ার ছেলে।
গতকাল রোববার (২৪মার্চ) ধর্ম বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য খন্দকার গোলাম মওলা নকশেবন্দী স্বাক্ষরিত এক প্রত্যয়ন পত্রের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
এ ব্যাপারে বদরুল ইসলাম বিলাস বলেন, আমি আওয়ামী পরিবারের সন্তান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে ধারন ও লালন করে ছাত্রলীগ করার মাধ্যমে রাজনীতি শুরু করি। পরবর্তীতে যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হই। দীর্ঘদিন ধরে মাঠ পর্যায়ে আওয়ামীলীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকায় আমার কর্মকান্ডে সন্তষ্ট হয়ে আমাকে কেন্দ্রীয় আওয়ামীলীগের ধর্ম-বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য নির্বাচিত করা হয়েছে। এজন্য আমি কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। পাশাপাশি আমি আমার অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করব।