নিউজ ডেস্কঃ
ঢাকাস্থ চৌহালী উপজেলা কল্যাণ সমিতির আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৭ মার্চ (শুক্রবার) দুপুরে কৃষিবিদ ইন্সটিটিউশন বাংলাদেশের হলরুমে আলোচনা সভা শুরু হয় এবং যথাসময়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকাস্থ চৌহালী উপজেলা কল্যাণ সমিতির সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব নজরুল ইসলাম মন্ডল। সঞ্চালনায় ছিলেন মো. মিজানুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের উপসচিব মো. আসাদুল হক, চৌহালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোছা. মাহফুজা খাতুন, মেজর (অব.) আব্দুল্লাহ আল মামুন, সংগঠনটির সহ-সভাপতি এডভোকেট বোরহান মিয়া, বিএনপির কেন্দ্রীয় নেতা মোখলেসুর রহমান আওরঙ্গ, চৌহালী উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. জাহিদ মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, শিল্পপতি মজিবুর রহমান, ইঞ্জিনিয়ার আব্দুল মান্নান, জরুহুল ইসলাম সরকার, মো. আব্দুল হাকিমসহ আরও অনেকে।
সভায় বক্তারা চৌহালীর সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা করেন। বিশেষভাবে, শিক্ষা, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, খেয়াঘাটে পাবলিক টয়লেট নির্মাণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় উঠে আসে। এছাড়াও চৌহালী উপজেলা কল্যাণ সমিতির আগামী দুই বছরের জন্য তিন সদস্যবিশিষ্ট স্বাধীন নির্বাচন কমিশনের মাধ্যমে আলহাজ্ব নজরুল ইসলাম মন্ডলকে পুনরায় সভাপতি করে আংশিক কমিটি ঘোষণা করা হয়।