চৌহালী প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের চৌহালীতে ২০২৪-২০২৫ অর্থ বছরে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জাটকা নিধন প্রতিরোধ কার্যক্রম এর আওতায় জনসচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে বুধবার সকালে উপজেলার কাঠালবাগান চত্বরে সুবিধাভোগী জেলেদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী শফিকুল ইসলাম শফী-এর সঞ্চালনা এবং উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা সাব্বির আহমেদ সিফাত-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মো. শাহিনুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন—জেলা মৎস্য দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক হাবিবুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর হাসান মজুমদার, সমাজসেবা কর্মকর্তা মামুনুর রহমান, বিআরডিবি কর্মকর্তা মো. সেলিম রেজা এবং সহকারী মৎস্য কর্মকর্তা মো. জুয়েল রানা প্রমুখ।
সভায় বক্তারা জাটকা সংরক্ষণ, মৎস্যসম্পদ রক্ষা এবং জেলেদের বিকল্প আয়ের সুযোগ নিয়ে আলোচনা করেন। পাশাপাশি, সরকারের গৃহীত পদক্ষেপগুলোর ব্যাপারে জেলেদের সচেতন হওয়ার আহ্বান জানান।