কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে অনুষ্ঠিত কিশোরগঞ্জের তিন উপজেলায় স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নেত্রকোনা ব্যাটালিয়ন ৩১বিজিবির সাত প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে। উপজেলাগুলো হচ্ছে, কিশোরগঞ্জ সদর, হোসেনপুর ও পাকুন্দিয়া। জানা গেছে, নির্বাচন অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ করার লক্ষ্যে বাংলাদেশ নির্বাচন কমিশনকে সহযোগিতা করতে নির্বাচনী মাঠে দায়িত্ব পালন করছে বিজিবি। এক্ষেত্রে মাঠ পর্যায়ে তারা দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটের সঙ্গে স্ট্রাইকিং ফোর্স হিসেবে ৬মে থেকে ১০মে পর্যন্ত মাঠে অবস্থান করবে।
সরেজমিনে আজ বুধবার পাকুন্দিয়া, হোসেনপুর ও কিশোরগঞ্জ সদর উপজেলা ঘুরে বিজিবিকে দায়িত্ব পালন করতে দেখা গেছে।