পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ৩৩পিচ ইয়াবাসহ আসাদ মিয়া (৩৬) নামের এক যুবককে আটক করা হয়েছে। সোমবার দিবাগত রাত ১০টার দিকে উপজেলার সালুয়াদী এলাকা থেকে তাকে আটক করে পাকুন্দিয়া থানা পুলিশ।
তার বিরুদ্ধে পাকুন্দিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ মঙ্গলবার সকালে তাকে আদালতে সোপর্দ করেছে পুলিশ।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান টিটু (পিপিএম) গ্রেপ্তারের তথ্যটি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার হওয়া আসাদ মিয়া উপজেলার সালুয়াদী গ্রামের বাসিন্দা এবং ওই গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে।