নিজস্ব প্রতিবেদকঃ
ময়মনসিংহের ভালুকায় অভিযান চালিয়ে অটোরিকশা চোর চক্রের ৩ সদস্যকে আটক করেছে ভালুকা মডেল থানা পুলিশ।
শনিবার (২৭ এপ্রিল) এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে ভালুকা মডেল থানা পুলিশ।
পুলিশ জানায়, গত ২৬ এপ্রিল রাত সাড়ে আটটায় ভালুকা বাসস্ট্যান্ড এলাকা থেকে আকরাম হোসেন (৩৩), সুমন (২৫) ও সোহেল মিয়া (৩২) নামে ৩ জন আ: ছাত্তারের ছেলে নয়ন মিয়া (২৮) এর অটোরিকশায় উঠে ভালুকা – গফরগাঁও রোডের শান্তিগঞ্জ বাজার এলাকায় পৌঁছালে অভিযুক্তরা মারপিট করে অটোরিকশা ছিনতাই করে।
উক্ত ঘটনার তদন্তে নেমে ভালুকা মডেল থানা পুলিশ। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় ভালুকা মডেল থানার এস আই নবীনূর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন বরমী রোড মুলাইদ নামক স্থানে জনৈক ওমর আলীর লাকড়ীর দোকানের সামনে থেকে আসামীদের গ্রেফতার করে। পরে তাদের দেয়া তথ্যমতে চুরি হওয়া অটোরিকশা উদ্ধার করে পুলিশ।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ কামাল আকন্দ জানান, গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।