নিজস্ব প্রতিবেদকঃ
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের কল্যাণপুর গ্ৰামে এনএসআই সিরাজগঞ্জের গোপন তথ্যের ভিত্তিতে যৌথবাহিনীর অভিযানে দরিদ্র জনগোষ্ঠীর মাঝে বিতরণকৃত ন্যায্য মূল্যের (১৫ টাকা কেজি) ৭টন মজুদকৃত চাল জব্দ করা হয়। সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত যৌথ বাহিনীর এ অভিযানে ১জন অবৈধ চাল ব্যবসায়ী সহ ১জন সহযোগীকে আটক করা হয়। পরবর্তীতে জব্দকৃত চাল বেলকুচি থানায় সংরক্ষণ করা হয়।
আটককৃতরা হলো উপজেলার কল্যাণপুর গ্রামের অবৈধ চাল ব্যবসায়ী, মো. সাইফুল ইসলামের ছেলে মো. ফরিদুল ইসলাম ও তার সহযোগী মৃত আবুল হোসেনের ছেলে মো. আব্দুল্লাহ (৩২)।
এ যৌথ অভিযানে এনএসআই সিরাজগঞ্জ কার্যালয়ের উপ-পরিচালক ড. মো. নাছির উদ্দিন, সহকারী পরিচালক মো. আব্দুল হেলিম, বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. আফিয়া সুলতানা কেয়া, বেলকুচি আর্মি ক্যাম্পের মেজর মারুফ ও বেলকুচি থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
এ ঘটনায় বেলকুচি থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে সুত্র জানিয়েছে।