আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধিঃ
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সকল মামলা থেকে বেকসুর খালাস পাওয়ায় এবং তার মুক্তিতে আর কোনো বাধা না থাকায় নেত্রকোনা জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম হিলালীর নির্দেশে এবং আটপাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মাসুম চৌধুরীর নেতৃত্বে আটপাড়ায় এক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকাল ৪টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়। মিছিল শেষে লুৎফুজ্জামান বাবরের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মাসুম চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ওমর হাসান রুপন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোতাছির হোসেন কাইয়ূম, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাসেল তালুকদার, যুবদলের যুগ্ম আহ্বায়ক রায়হান, মৎস্য দলের আহ্বায়ক মোহন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইশরাত হাসান রুবেল এবং সদস্য সচিব টিটু ভুঁইয়া।
এ সময় আলহাজ্ব মাসুম চৌধুরী বলেন, “দেশ বরেণ্য ব্যক্তিত্ব ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ভাইয়ের মুক্তির খবরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আটপাড়া উপজেলা শাখা অত্যন্ত উচ্ছ্বাসিত ও আনন্দিত। আমরা তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।”