মুক্তাগাছা প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মুক্তাগাছা শহীদ স্মৃতি সরকারি কলেজ শাখা ছাত্রদলের পক্ষ থেকে বৃক্ষরোপণ করা হয়। বুধবার(১ জানুয়ারি ২০২৫) বেলা ১১ঃ৩০ ঘটিকায় শহীদ স্মৃতি সরকারি কলেজ ক্যাম্পাস ও ক্যাম্পাসের আশেপাশের এলাকায় বিভিন্ন গাছের চারা রোপন করেন সংগঠনটির নেতাকর্মীরা।
এ বৃক্ষরোপন কর্মসূচির নেতৃত্ব দেন উক্ত কলেজের ছাত্রদলের তরুণ উদীয়মান ছাত্রনেতা মো: সারোয়ার ইকরাম ( জিম )।এসময় কর্মসূচিতে উপস্থিত ছিলেন, উক্ত কলেজের ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক মোঃ ফখরুল আলম,ছাত্রনেতা-তুহিন,সাবিত,সবুজ ,ইফাদ,জাহিদুল ইসলাম প্রমুখ। বৃক্ষরোপন কর্মসূচি চলাকালীন সময় সারোয়ার ইকরাম ( জিম ) বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফার ৩১তম দফা- যুগোপযোগী, পরিকল্পিত, পরিবেশবান্ধব আবাসন ও নগরায়ণ নীতিমালার অংশ হিসেবে আজকে আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছি।
প্রভাষক মোঃ ফখরুল আলম বলেন, কলেজ প্রাঙ্গণে বিভিন্ন জাতের ফলজ ও ঔষধি গাছ রোপন করা হয়েছে। পৃথিবীর প্রাকৃতিক সৌন্দর্য্যের অন্যতম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ বৃক্ষ। অথচ স্রষ্টা প্রদত্ত মানবজাতির এই বিশাল উপহার মানুষেরই অবহেলায় হারাতে বসেছে। দিন দিন কমে যাচ্ছে গাছপালার পরিমান এবং হারাতে বসেছে পৃথিবীর স্বাভাবিক সৌন্দর্য্য। এমনকি এর অভাবে আমাদের বাংলাদেশের অস্তিত্ব এখন হুমকির সম্মুখীন। এ আয়োজনের উদ্দেশ্যকে শুধু চারা রোপণ করার মধ্যেই সীমাবদ্ধ না রেখে বরং এর মধ্য দিয়ে আমাদের তরুণ সমাজের হৃদয়ে তৈরী করতে হবে, গাছের প্রতি মমতা এবং তরুণ সমাজকে এ জাতীয় কাজে আরো উদ্বুদ্ধ করবে।