নিজস্ব প্রতিবেদকঃ
ময়মনসিংহ জেলায় শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন ভালুকা মডেল থানায় কর্মরত এএসআই পাইলট ভৌমিক। সোমবার (২২ এপ্রিল) জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত জেলা পুলিশ ময়মনসিংহের মাসিক কল্যাণ সভায় তার হাতে সম্মাননা পদক তুলে দেন ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মাসুম আহমেদ ভুঞা।
বাংলাদেশ পুলিশে যোগদানের পর থেকে দীর্ঘদিন ধরে কর্মদক্ষতা, কৌশল, মেধা ও পরিশ্রমের দ্বারা এএসআই পাইলট ভৌমিক প্রশংসিত হয়েছেন বারংবার। এর আগেও তিনি একাধিকবার তার কর্মরত জেলায় ও রেঞ্জে শ্রেষ্ঠ অফিসারের পুরষ্কার পেয়েছেন।