মো: শাহিদুজ্জামান সবুজ, (ভালুকা) ময়মনসিংহঃ
ময়মনসিংহের ভালুকার বিরুনিয়া এলাকায় মারপিটের ঘটনায় সোহাগ নামে এক যুবককে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। গেলো বুধবার বাজারের ইজারাকে কেন্দ্র করে ফারুক খান উজ্জ্বল ও মহসিনের মধ্যে মারপিটের ঘটনা ঘটে। এ ঘটনায় উজ্জ্বল জানান মহসীনকে চাঁদার টাকা না দেওয়ায় তার লোকজন নিয়ে মারপিটের ঘটনা ঘটায় ও বাজারের ইজারার ৮৫ হাজার টাকা ক্যাশ বাক্স ভেঙে নিয়ে যায়। একই ঘটনায় মহসিন জানান, স্থানীয় সংসদ সদস্যের ছবি ছেড়া ও আওয়ামিলীগের অফিসে তালা দেওয়ায় কারণে উজ্জ্বলকে জিজ্ঞাসাবাদ করলে উল্টো উজ্জ্বলের লোকজন দ্বারা মারপিটের স্বীকার হয়। ভালুকা মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, এলাকায় উত্তেজনা বিরাজ করায় মহসিনের লোক সোহাগকে থানায় আনা হয়েছে। ঘটনার তদন্ত চলমান রয়েছে।