কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
‘বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার উপজেলা পরিষদ চত্বরে এ বিজ্ঞান মেলার আয়োজন করে উপজেলা প্রশাসন। বিকেলে আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে দিনব্যাপি মেলা শেষ হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.আজগর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যন মো.রফিকুল ইসলাম রেনু। এসময় উপজেলা একাডেমিক সুপারভাইজার মো.শারফুল ইসলাম ও সহকারী প্রোগ্রামার এফ এম নুরুজ্জামান প্রমুখসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তা এবং স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মেলায় উপজেলার দুটি কলেজ ও ১০টি মাধ্যমিক বিদ্যালয় অংশ নেয়। এসব প্রতিষ্ঠানের ক্ষুদে বিজ্ঞানীরা তাদের উদ্ভাবিত বিভিন্ন প্রযুক্তি উপস্থাপন করেন। মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ঘুরে ঘুরে প্রযুক্তির ওপর জ্ঞান লাভ করেন। বিকেলে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।