কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় যুব উন্নয়ন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের কোর্স সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয় শ্রেণিকক্ষে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত একঘন্টার এ লিখিত পরীক্ষায় অংশ নেয় দেড় শতাধিক প্রশিক্ষণার্থী।
পরীক্ষা চলাকালীন কেন্দ্র পরিদর্শন করেন, বাংলাদেশ ব্যাংকের উপ-পরিচালক আজিজুল হক, মঠখোলা হাজী জাফর আলী কলেজের প্রভাষক মিজানুর রহমান ও জ্বালানি মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা জহিরুল ইসলাম সোহাগ।
এসময় যুব উন্নয়ন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক আবু বাক্কার ছিদ্দিক (সুমন) ও ওমর শরীফ নাদিম।
আয়োজকরা জানান, যুব উন্নয়ন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র সরকার অনুমোদিত একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। ছয় মাস মেয়াদী কোর্সে অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ শেষে মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ১৪০জন প্রশিক্ষনার্থী অংশ নেয়। শান্তিপূর্ণভাবে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়। ফলাফল শেষে প্রশিক্ষনার্থীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হবে।