ডিএনবি ডেস্কঃ
জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম এর ভারপ্রাপ্ত মহাসচিব মোমিনুল আমিন বলেছেন, “একটা কথা আছে, যতই করো চালাকি, মরলে বুঝবে জ্বালা কি!। ঠিক সেভাবে বর্তমান আওয়ামী লীগ সরকার সংবিধান নিয়ে চালাকি করছে।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাজধানীর পল্টন এলাকায় অবরোধের সমর্থনে ঝটিকা মিছিল শেষে এই কথা বলেন এনডিএম এর ভারপ্রাপ্ত মহাসচিব মোমিনুল আমিন।
তিনি বলেন, “সংবিধানে লেখা ছিলো জনগণের প্রত্যক্ষ ভোটে সংসদ সদস্য নির্বাচিত হতে হবে। কিন্তু ২০১৪ সালে ১৫৩ জন সংসদ সদস্য বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। তাহলে সেই সংসদ কেন অবৈধ ঘোষিত হবে না?
মোমিনুল আমিন বলেন, ” সংবিধানের কোথাও লেখা ছিলো না দিনের ভোট রাতে হতে হবে৷ কিন্তু ২০১৮ সালে তাই হয়েছে৷ সংবিধানের কোথাও লেখা নাই সভা-সমাবেশের জন্য পুলিশের অনুমতি নিতে হবে৷ কিন্তু ঢাকা মেট্রোপলিটন পুলিশ এখন সেই প্রথা চালু করেছে।
মোমিনুল আমিন বলেন, “অবিলম্বে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। অন্যথায় সর্বাত্মক অহিংস অসহযোগ আন্দোলনের মাধ্যমে এই সরকারকে জনগণ অচল করে দিবে।
এসময় আরও উপস্থিত ছিলেন এনডিএম এর সাংগঠনিক সম্পাদক লায়ন নুরুজ্জামান হীরা, বিভাগীয় সম্পাদক শাহাদাত হোসেন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক জাবেদুর রহমান, নুরুল আমিন লিটন প্রমুখ।