নিজস্ব প্রতিবেদকঃ
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল এর নবনির্বাচিত যুগ্ম-আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. কামরুল ইসলাম। সোমবার (১০ ফেব্রুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
এর আগে মো. কামরুল ইসলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন। সিরাজগঞ্জের চৌহালী উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের চরসলিমাবাদ গ্রামের সন্তান কামরুলের এই গুরুত্বপূর্ণ পদে মনোনীত হওয়ায় চৌহালীর মানুষ আনন্দিত ও গর্বিত।
স্থানীয়দের বিশ্বাস, তার অভিজ্ঞতা ও দক্ষ নেতৃত্ব ছাত্রদলকে আরও সুসংগঠিত করবে এবং শিক্ষার্থীদের ন্যায়সঙ্গত দাবিতে কার্যকর ভূমিকা রাখবে। তারা আশা করেন, ভবিষ্যতে তিনি চৌহালীর উন্নয়ন-বঞ্চিত মানুষের কণ্ঠস্বর হয়ে উঠবেন।
নতুন দায়িত্ব গ্রহণের পর কামরুল ইসলাম ছাত্রদলের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এবং সংগঠনের নীতি-আদর্শ বাস্তবায়নে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।