ডিএনবি ডেস্কঃ
নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, মিথ্যা রাজনৈতিক হয়রানিমূলক মামলায় গ্রেপ্তার বিএনপিসহ অন্যান্য বিরোধী রাজনৈতিক দলের নেতা-কর্মীদের মুক্তি, পোষাক শ্রমিকদের বেতন বৃদ্ধি, দ্রব্যমূল্যের উর্ধগতি রোধ, সভা-সমাবেশের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং রাজনৈতিক ঐকমত্য সৃষ্টির পূর্বে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা না করার দাবিতে আগামী ৫ নভেম্বর (রোববার) এবং ৬ নভেম্বর (সোমবার) দেশব্যাপী সড়ক, নৌ এবং রেলপথে সর্বাত্মক অহিংস অবরোধের ডাক দিয়েছে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম। জনগণের জানমালের ক্ষয়ক্ষতি না করে স্বতঃস্ফূর্তভাবে অবরোধ কর্মসূচি সফল করতে দলীয় নেতা-কর্মীদের প্রতি আহবান জানিয়েছেন এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ।
হাসপাতাল, এম্বুলেন্স, জরুরি ঔষধ পরিবহনকারী গাড়ি, বিদেশগামী যাত্রীদের বহনকৃত ব্যক্তিগত গাড়ি বা মাইক্রোবাস, জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠানের গাড়ি, পচনশীল খাদ্য পরিবহনকারী গাড়ি, সংবাদপত্রের যানবাহন এবং রপ্তানিমুখী প্রতিষ্ঠানের কারখানা বা রপ্তানি পণ্য বহনকারী গাড়ি অবরোধের আওতামুক্ত থাকবে।
শান্তিপূর্ণ অবরোধে জনগণের স্বতঃস্ফূর্ত সমাবেশ বা মিছিলে বলপ্রয়োগ না করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহবান জানিয়েছেন এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ।