ডিএনবি ডেস্কঃ
নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায় এবং বিরোধী দলের সমাবেশে হামলার প্রতিবাদে আগামী ৩ দিনব্যাপী কর্মসূচি দিয়েছে এনডিএম।
সোমবার (৩০ অক্টোবর) চলমান রাজনৈতিক পরিস্থিতিতে দলীয় অবস্থান এবং পরবর্তী কর্মসূচি ঠিক করতে এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজের সভাপতিত্বে ভার্চুয়াল প্লাটফর্মে কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং সহযোগী সংগঠনসমূহের এক জরুরি যৌথসভা অনুষ্ঠিত হয়৷
এনডিএম এর ভারপ্রাপ্ত মহাসচিব মোমিনুল আমিনের সঞ্চালনায় সভায় গত ২৮ অক্টোবর বিএনপি এবং বিরোধী রাজনৈতিক দলগুলোর সমাবেশে হামলার তীব্র নিন্দা জানানো হয়৷ সহিংসতার নিন্দা জানিয়ে গত দুইদিনে নিহত পুলিশ সদস্য এবং রাজনৈতিক কর্মীদের আত্মার মাগফেরাত কামনা করে নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানায় দলটি। সভা থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গ্রেপ্তারের নিন্দা জানিয়ে তাঁর মুক্তি দাবি করে।
সভা থেকে আগামী ৩১ অক্টোবর কেন্দ্রীয় নির্বাহী কমিটির উদ্যোগে ঢাকার বিভিন্ন সড়কে অবস্থান এবং ঝটিকা মিছিল। ১লা নভেম্বর যুব সংগঠনের উদ্যোগে ঢাকা মহানগরে প্রতিবাদী মিছিল। চট্রগ্রাম, কক্সবাজার এবং রাজশাহীতে বন্দর এবং রেলস্টেশন অভিমুখে পদযাত্রা। এবং ২রা নভেম্বর ঢাকার মালিবাগ মোড়ে গণঅবস্থান করবে এনডিএম।