নিজস্ব প্রতিবেদকঃ
জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম এর নতুন “ভারপ্রাপ্ত মহাসচিব” হিসাবে মনোনীত হয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মোমিনুল আমিন। সোমবার (২১ আগষ্ট) দলীয় গঠনতন্ত্রের অনুচ্ছেদ ১৪ এর ৩ (ঝ) ধারা মোতাবেক এই নিয়োগ প্রদান করেন দলের চেয়ারম্যান ববি হাজ্জাজ। দলের ভারপ্রাপ্ত মহাসচিব হিসাবে দায়িত্বরত জনাব হুমায়ুন পারভেজ খানকে দলীয় গঠনতন্ত্রের অনুচ্ছেদ ১৪ এর ১ (ঙ) এবং (ছ) ধারা মোতাবেক দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে “উচ্চ পরিষদ সদস্য” হিসাবে মনোনীত করায় জনাব মোমিনুল আমিনকে নতুন ভারপ্রাপ্ত মহাসচিব হিসাবে নিয়োগ দেন ববি হাজ্জাজ। এছাড়াও দলীয় গঠনতন্ত্রের অনুচ্ছেদ ১৪ এর ১ (ছ) ধারা মোতাবেক জনাব ফারুক চৌধুরীকে “ভাইস চেয়ারম্যান” হিসাবে মনোনয়ন দিয়েছেন এনডিএম চেয়ারম্যান। সোমবার এনডিএম এর মিডিয়া সেল সদস্য আব্দুল্লাহ আল মামুন সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।