মনির উদ্দিন মুন্না, খাগড়াছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়িতে নানা আয়োজনে জাতীয় শোক দিবস পালিত,সারাদেশের মত খাগড়াছড়ি পার্বত্য জেলায় নানা কর্মসূচির মধ্যদিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়।
মঙ্গলবার খাগড়াছড়ি টাউন হল চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শরণার্থী পুনর্বাসন বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান, পুলিশ সুপার মুক্ত ধর পিপিএম (বার), খাগড়াছড়ি পৌরসভা, সিভিল সার্জনসহ বিভিন্ন বিভাগের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনে আয়োজনে জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী উদযাপন করেছে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগ ও অঙ্গ-সংগঠন। ১৫ আগস্ট ২০২৩ ইং মঙ্গলবার সকালে জেলা আওয়ামীলীগের কার্যালয়ে দোয়া মাহফিল,জাতীয়, শোক ও দলীয় পতাকা উত্তোলন শেষে র্যালী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় ৪ নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়।
পরে এক আলোচনা সভা মধ্য দিয়ে দিবসটি পালন করে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠন, এতে উপস্থিত ছিলেন –
জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও মেয়র নির্মলেন্দু চৌধুরী,সহ-সভাপতি রনবিক্রম ত্রিপুরা,
কল্যাণ মিত্র বড়–য়া,সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম দিদার,যুগ্ম সম্পাদক এমএ জব্বার, এড.আশুতোষ চাকমা,পাজেপ সদস্য খোকনেশর ত্রিপুরা,পার্থ ত্রিপুরা জুয়েল,
মহিলা বিষয়ক সম্পাদক শতরূপা চাকমা,দপ্তর সম্পাদক চন্দন দে, উপ দপ্তর সম্পাদক ও সাংবাদিক নুরুল আজম,জেলা যুবলীগ সাধারণ সম্পাদক কেএম ইসমাইল হোসেন, মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহিনা আক্তার,যুগ্ম সাধারণ সম্পাদক রুপনা চাকমা কণি,সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় দাস,পৌর আওয়ামীলীগের সভাপতি জাবেদ হোসেন,সাধারণ সম্পাদক পরিমল দেবনাথ, যুবমহিলা লীগের সভাপতি বিউটি রানি ত্রিপুরা, সাধারণ সম্পাদক বিলকিস বেগম, সাবেক সাধারণ সম্পাদক ফারজানা আজম, সদর উপজেলা মহিলালীগে সভানেত্রী সুই চিং থুই মারমা,জেলা শ্রমিকলীগের সভাপতি জানু সিকদার, সাধারণ সম্পাদক মেহেদী হাসান হেলাল, পৌর যুবলীগের সভাপতি ও কাউন্সিলর মানিক পাটোয়ারী, সাধারণ সম্পাদক রেজাউল করিমসহ অন্যান্যের নেতাকর্মীরা এতে অংশ নেয়।