সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের চৌহালীতে বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী এবং জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। ১৯৭৫ সালের এই দিনে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্য বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে।
দিনের শুরুতেই উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আ’লীগ ও সহযোগী সংগঠন, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের পক্ষ থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে।
এদিকে উপজেলার প্রতিটি ইউনিয়নে র্যালি, আলোচনা সভা ও শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়ার অনুষ্ঠান করে ইউনিয়ন আ’লীগ। এসব অনুষ্ঠানে অংশ গ্রহণ করে উপজেলা আ’লীগের নেতৃবৃন্দ। তারই ধারাবাহিকতায় বাঘুটিয়া ইউনিয়ন আ’লীগের অনুষ্ঠানে সভাপতি আবুল কালাম মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে- উপজেলা আ.লীগের সভাপতি তাজ উদ্দিন, প্রধান বক্তা হিসেবে- সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান ফারুক হোসেন সরকার সহ উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি রবিউল ভিপি, সাধারণ সম্পাদক আরিফ সরকার, উপজেলা ছাত্রলীগের সভাপতি রহিম রেজা সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বাদ জোহর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে মিলাদ ও দোয়ার পর কাঙ্গালি ভোজের আয়োজন করা হয়।