আটপাড়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ
আগামী জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোণা-০৩ (আটপাড়া-কেন্দুয়া) নির্বাচনী এলাকা-১৫৯ এর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী রোটারিয়ান এম. নাজমুল হাসান আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে সংসদীয় আসন আটপাড়া-কেন্দুয়া এলাকাবাসীকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে অগ্রিম ঈদ শুভেচ্ছা জানিয়েছেন। রোটারিয়ান এম নাজমুল হাসান নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলা বলাইশিমুল ইউনিয়নের গোপালপুর গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান।
ছাত্র জীবনে তিনি ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত ছিলেন। বর্তমানে বাংলাদেশ ইয়ুথ ফোরামের উপদেষ্টা, কেন্দ্রীয় জিয়া মে র সহ-সভাপতি ও কেন্দ্রীয় জিয়া পরিষদের সহকারী মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তাছাড়া নেত্রকোণা জেলা বিএনপি’র উপদেষ্টা মন্ডলীর সাবেক সদস্যও ছিলেন তিনি। তিনি সংসদীয় আসনের সকল স্তরের নেতৃবৃন্দের সাথে গণসংযোগ করে যাচ্ছেন। তাছাড়া বিএনপিসহ সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বিপদে-আপদে খোঁজ খবর রাখছেন। নেতা-কর্মীদের বিপদে-আপদে সংবাদ পাওয়ার সাথে নিজে উপস্থিত হয়ে এবং প্রতিনিধির মাধ্যমে খোঁজ খবর রাখছেন। তাছাড়া বিএনপি’র নেতা-কর্মী ও নেতা-কর্মর আত্মীয়-স্বজন মারা গেলে সংবাদ পাওয়ার সাথে সাথে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেধনা জ্ঞাপনসহ জানাজায় অংশগ্রহণ করে যাচ্ছেন।
বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী রোটারিয়ান এম নাজমুল হাসান প্রতিবেদককে জানান, আমি দীর্ঘ প্রায় ২০ বৎসর যাবৎ আটপাড়া-কেন্দুয়া নেতা-কর্মীদের সাথে গণসংযোগ করে যাচ্ছি। আমি নেত্রকোণা-০৩ আসনের আটপাড়া-কেন্দুয়া নির্বাচনী এলাকার সকল ভোটার ও জনগণকে অগ্রিম ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানাচ্ছি। আমার বিশ্বাস আগামী নির্বাচনে এই আসনে আমাকে বিএনপি’র পক্ষ থেকে মনোনয়ন দিবেন। আমি মনোনয়ন পেলে দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ করে এই আসনটি বেগম খালেদা জিয়াকে উপহার দিতে সক্ষম হবো।