আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধিঃ
নেত্রকোনার আটপাড়ায় মাধ্যমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (SEDP)প্রাতিষ্ঠানিকীকরণ এবং SEDP-এর অধীনে PBGSI স্কিম কার্যক্রম সম্পর্কে সচেতনতা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা মাল্টি পারপাস হলরুমে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি, প্রধান শিক্ষক ও সহকারী প্রধানদের অংশগ্রহণে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাকিল আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মো.খায়রুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মিজানুর রহমান খান নন্দন, মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া নাজনীন চৌধুরী রেখা। ,
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ৪নং বানিয়াজান ইউনিয়নের চেয়ারম্যান ফেরদৌস রানা আনজু, আটপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আতিকুর রহমান খান, বারহাট্টা উপজেলাশি ক্ষা কর্মকর্তা মো. শাহ আলম খান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার রূপা নন্দী।