চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার খাষকাউলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি-২৪ পরীক্ষার্থীদের বিদায়, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ( ৫ ফেব্রুয়ারি) দুপুরে বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের বিদায়ী পরীক্ষার্থীদের আয়োজনে বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. আবু সাইদ বিদ্যুৎ ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আ.লীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন সরকার, উপজেলা আ.লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান হাবীব, চৌহালী থানা অফিসার ইনচার্জ শ্যামল কুমার দত্ত, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা গিয়াস উদ্দিন, চৌহালী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) মো. রুহুল আমিন, বীরমুক্তি যোদ্ধা হজরত আলী মাষ্টার, বীরমুক্তি যোদ্ধা আশরাফ উদ্দিন আহমেদ, পিটিএ কমিটির সভাপতি আব্দুল লতিফ প্রমুখ। বিদায়ী পরীক্ষার্থীদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন দশম শ্রেণির উম্মে মারিয়া মুক্তা, জান্নাতি ফেরদাউস, বিদায়ী ছাত্রীর মানপত্র পাঠ করেন হাফসা ইমাম।
অনুষ্ঠান পরিচালনা করেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইদ্রিস আলী ও ফারুক হোসেন। স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামছুর রহমান। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা মন্ডলী, ম্যানেজিং কমিটির সদস্য বৃন্দ, অভিভাবক বৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।