মীর সবুর আহম্মেদ, ময়মনসিংহঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে মহানগর আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন। সোমবার ২২ মে
মহানগর আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে দলীয় মিছিল নিয়ে বের হয়, আওয়ামীলীগ, যুবলীগ নেতৃবৃন্দ।
ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি ও মেয়র ইকরামুল হক টিটু ও সাধারণ সম্পাদক ‘র মোহিত-উর রহমান শান্ত”র নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়।
উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা যুবলীগের আহ্বায়ক আওয়ামীলীগের আজাহারুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আখেরুল ইমাম সোহাগ, প্রমুখ যুবলীগের সকল নেতৃবৃন্দ।
বিক্ষোভ শেষে দলীয় কার্যালয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকিদাতাকে অবিলম্বে গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানানো হয়।