মনির উদ্দিন মুন্না, খাগড়াছড়িঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন। সোমবার (২২ মে) জেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী ‘র নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়।
উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের উপ দপ্তর সম্পাদক ও সাংবাদিক নুরুল আজম, সদস্য শামীম চৌধুরী, আফতাব চৌধুরী, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি সনজিত ত্রিপুরা, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় দাস, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পরিমল দেবনাথ, সহ সভাপতি ফরিদ উল স্বাধীন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক কেএম ইসমাইল হোসেন, সদর উপজেলা যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন টিটু, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ও কাউন্সিল রেজাউল করিম, জেলা যুবমহিলালীগের সভাপতি বিউটি রানি ত্রিপুরা, সাধারণ সম্পাদক বিলকিস চৌধুরী, সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি ইকবাল বাহার, টিকো চাকমা সহ বিভিন্ন নেতৃবৃন্দ।
বিক্ষোভ শেষে দলীয় কার্যালয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকিদাতাকে অবিলম্বে গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানানো হয়।