জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জঃ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের দিকনির্দেশনায় পবিত্র ঈদুল ফিতরের আগে থেকেই নির্যাতিত ও অসুস্থ দলীয় নেতাকর্মীদের খোঁজখবর ও ঈদের শুভেচ্ছা বিনিময় অব্যাহত রেখেছে সিরাজগঞ্জ জেলা বিএনপি।
৩০ এপ্রিল রবিবার দুপুরে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চুর নেতৃত্বে বিএনপি ও অঙ সংগঠনের নেতৃবৃন্দ যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা যুবদলের সাবেক সভাপতি স্বৈরাচার এরশাদ বিরোধী গণআন্দোলনের কিংবদন্তি যুবনেতা, সাবেক প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সেনেগালের রাষ্ট্রীয় সফরসঙ্গী মোঃ এরশাদুর রহমান নীরু ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি ও জেলা মহিলা দলের সাবেক সভানেত্রী সুলতানা তালুকদার রীনের মুক্তারপাড়াস্থ বাসায় যেয়ে তাদের চিকিৎসাসহ শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং পবিত্র ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপি সহ সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খান, যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রনজন, নুর কায়েম সবুজ, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক হারুন অর রশিদ খান হাসান, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, মির্জা মোস্তফা জামান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুনসি জাহিদ আলম,জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, শামীম হোসেন হিটলার, স্বপন, সহ প্রকাশনা বিষয়ক সম্পাদক শামছুল আলম,জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার হোসেন রাজেশ, তিন নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাবলু চৌধুরী, সাধারণ সম্পাদক রুবেল মাহমুদ, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম, জেলা জাসাসের আহবায়ক রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক সোহাগ আহমেদ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আহসান হাবিব উজ্জ্বল, স্বেচ্ছাসেবক দলের নেতা টিটু সহ আরো অনেকে।
উল্লেখ্য পবিত্র ঈদুল ফিতরের আগে সিরাজগঞ্জে নিহত ও নির্যাতিত ২৮টি পরিবারের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের ঈদের উপহার হিসেবে নগদ অর্থ ও ঈদ সামগ্রী পৌঁছে দেয় জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং ঈদের দিন বিকালে থেকেই বিএনপির অসুস্থ নেতাকর্মী ও নির্যাতিত পরিবারের সদস্যদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং তৃণমূলের নেতা-কর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় ও মত বিনিময় করেন।