কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
ইতালিতে প্রবাসীদের সংগঠন বৃহত্তর সিলেট বিভাগের চারটি জেলা নিয়ে গঠিত সিলেট ডায়নামিক অ্যাসোসিয়েশন,ভিসেনছা-ইতালির নবনির্বাচিত সহ সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন তরুন মেধাবী সমাজসেবক ও সংগঠক তৌহিদ আল পলিট
গত ২৪ এপ্রিল রাতে ইতালির বানিজ্যিক এলাকা ভিসেনছা বাঙালি অধ্যুষিত এলাকার একটি হল রুমে স্মমেলন অনুষ্ঠিত হয়। জনাব মাসুক মিয়ার সভাপতিত্বে কমিটি ঘোষণা দেন। কমিটির সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সালেক আহমদ ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রাসেল আহমদ সহ ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন। তৌহিদ আল পলিটকে সিলেট ডায়নামিক অ্যাসোসিয়েশন ভিসেনছা ইন ইতালির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন স্টুডেন্ট কমিউনিটি অব শ্রীপুর হাই স্কুলের সকল সদস্যবৃন্দ।
নবনির্বাচিত সহ সাংগঠনিক সম্পাদক তৌহিদ আল পলিট এর সুযোগ্য নেতৃত্বে ভিসেনছার বৃহত্তর সিলেটবাসীর ঐক্যের সংগঠন সিলেট ডায়নামিক অ্যাসোসিয়েশন ,ভিসেনছা-ইতালি এগিয়ে যাবে আরও দুর্বার গতীতে তারা এ প্রত্যাশা ব্যক্ত করেন।
Thanks for finally writing about > তৌহিদ আল পলিট ইতালিতে সিলেট ডায়নামিক অ্যাসোসিয়েশন
এর সহ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত
– < Loved it!