সংবাদ শিরোনাম ::
চৌহালী ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ বেলকুচিতে ৮ বছরের মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার এনায়েতপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে চিকিৎসাধীন অবস্থায় ১জন নিহত চৌহালীতে জাটকা নিধন প্রতিরোধে জনসচেতনতা সভা অনুষ্ঠিত চৌহালীতে দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৫ পালিত ঢাকাস্থ চৌহালী উপজেলা কল্যাণ সমিতির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত চৌহালী সরকারি কলেজ ছাত্রদলের আংশিক কমিটি গঠন চৌহালীতে বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের প্রশাসনের আর্থিক সহযোগিতা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক নির্বাচিত হলেন চৌহালীর সন্তান কামরুল সিরাজগঞ্জ-৬ সংসদীয় আসন পুনর্বহালের দাবি চৌহালী উপজেলাবাসীর

প্রমদ তরী ডুবে মেয়েসহ ব্রিটিশ ধনকুবের নিখোঁজ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৮:৪২ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪
  • ২৮৭ বার পড়া হয়েছে

ইতালির সিসিলি উপকূলে নিজের বিলাসবহুল প্রমদ তরী ডুবে মেয়েসহ নিখোঁজ হয়েছেন ব্রিটিশ ধনকুবের মাইক লিঞ্চ। স্থানীয় সময় সোমবার ভোরে ওই দুর্ঘটনা ঘটে।

প্রমদ তরী ডোবার ঘটনায় প্রযুক্তি উদ্যোক্তা মাইক লিঞ্চ ও তাঁর ১৮ বছর বয়সী মেয়ে হান্নাসহ নিখোঁজ রয়েছেন ছয়জন। একটি মরদেহসহ উদ্ধার করা হয়েছে ১৭ জনকে। প্রমদ তরীতে ক্রুসহ মোট ২২ জন ছিলেন। এর মধ্যে যাত্রীর সংখ্যা ১২।

ইতালির পালেরমো কোস্টগার্ড কর্তৃপক্ষ জানিয়েছে, নিখোঁজ বাকি চার ব্যক্তির মধ্যে দুজন ব্রিটিশ ও দুজন আমেরিকান। উদ্ধার হওয়া মরদেহটি তরীর পাচক রিকার্ডো থমাসের। জীবিত উদ্ধার হওয়া ১৫ ব্যক্তির মধ্যে লিঞ্চের স্ত্রী অ্যাঞ্জেলা ব্যাকারস রয়েছেন।

ঝড় ও উত্তাল ঢেউয়ের কবলে পড়ে প্রমদ তরীটি ডুবে যায়। ইতালির একটি প্রতিষ্ঠানের তৈরি বেইসিয়ান নামের এ তরীর দৈর্ঘ্য ১৮৪ ফুট। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় এটি তীর থেকে আধা কিলোমিটার দূরে সাগরের মধ্যে নোঙর করা ছিল। কিন্তু প্রচণ্ড ঝড়ে এটির ২৩৬ ফুট উচ্চতার অ্যালুমিনিয়ামের মাস্তুল ভেঙে অর্ধেক হয়ে যায়। এতে ভারসাম্য হারিয়ে ফেলার একপর্যায়ে তরীটি ডুবে যায়।

বেঁচে ফেরা যাত্রীদের মধ্যে একজন ব্রিটিশ নারী শার্লট গোলুনস্ক। তিনি জানান, তরী ডুবে যাওয়ার পর কয়েক সেকেন্ডের জন্য তিনি তাঁর এক বছর বয়সী মেয়েকে হারিয়ে ফেলেন। তবে ঢেউয়ের সঙ্গে আবার তিনি তাকে ফিরে পান। এরপর তিনি মেয়েকে পানির ওপর তুলে ধরে ভাসতে থাকেন। একপর্যায়ে উদ্ধারকর্মীরা তাঁদের খুঁজে পান। এ ঘটনায় শার্লটের স্বামীও বেঁচে ফিরেছেন। শার্লটের ভাষায়, ঢেউয়ের দাপটে তাঁকে চোখ বন্ধ রাখতে হয়েছে।

ইতালির কোস্ট গার্ড তাদের জলযান, ডুবুরি ও হেলিকপ্টারের মাধ্যমে এ উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
DNB News

চৌহালী ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

প্রমদ তরী ডুবে মেয়েসহ ব্রিটিশ ধনকুবের নিখোঁজ

আপডেট সময় : ১০:৪৮:৪২ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪

ইতালির সিসিলি উপকূলে নিজের বিলাসবহুল প্রমদ তরী ডুবে মেয়েসহ নিখোঁজ হয়েছেন ব্রিটিশ ধনকুবের মাইক লিঞ্চ। স্থানীয় সময় সোমবার ভোরে ওই দুর্ঘটনা ঘটে।

প্রমদ তরী ডোবার ঘটনায় প্রযুক্তি উদ্যোক্তা মাইক লিঞ্চ ও তাঁর ১৮ বছর বয়সী মেয়ে হান্নাসহ নিখোঁজ রয়েছেন ছয়জন। একটি মরদেহসহ উদ্ধার করা হয়েছে ১৭ জনকে। প্রমদ তরীতে ক্রুসহ মোট ২২ জন ছিলেন। এর মধ্যে যাত্রীর সংখ্যা ১২।

ইতালির পালেরমো কোস্টগার্ড কর্তৃপক্ষ জানিয়েছে, নিখোঁজ বাকি চার ব্যক্তির মধ্যে দুজন ব্রিটিশ ও দুজন আমেরিকান। উদ্ধার হওয়া মরদেহটি তরীর পাচক রিকার্ডো থমাসের। জীবিত উদ্ধার হওয়া ১৫ ব্যক্তির মধ্যে লিঞ্চের স্ত্রী অ্যাঞ্জেলা ব্যাকারস রয়েছেন।

ঝড় ও উত্তাল ঢেউয়ের কবলে পড়ে প্রমদ তরীটি ডুবে যায়। ইতালির একটি প্রতিষ্ঠানের তৈরি বেইসিয়ান নামের এ তরীর দৈর্ঘ্য ১৮৪ ফুট। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় এটি তীর থেকে আধা কিলোমিটার দূরে সাগরের মধ্যে নোঙর করা ছিল। কিন্তু প্রচণ্ড ঝড়ে এটির ২৩৬ ফুট উচ্চতার অ্যালুমিনিয়ামের মাস্তুল ভেঙে অর্ধেক হয়ে যায়। এতে ভারসাম্য হারিয়ে ফেলার একপর্যায়ে তরীটি ডুবে যায়।

বেঁচে ফেরা যাত্রীদের মধ্যে একজন ব্রিটিশ নারী শার্লট গোলুনস্ক। তিনি জানান, তরী ডুবে যাওয়ার পর কয়েক সেকেন্ডের জন্য তিনি তাঁর এক বছর বয়সী মেয়েকে হারিয়ে ফেলেন। তবে ঢেউয়ের সঙ্গে আবার তিনি তাকে ফিরে পান। এরপর তিনি মেয়েকে পানির ওপর তুলে ধরে ভাসতে থাকেন। একপর্যায়ে উদ্ধারকর্মীরা তাঁদের খুঁজে পান। এ ঘটনায় শার্লটের স্বামীও বেঁচে ফিরেছেন। শার্লটের ভাষায়, ঢেউয়ের দাপটে তাঁকে চোখ বন্ধ রাখতে হয়েছে।

ইতালির কোস্ট গার্ড তাদের জলযান, ডুবুরি ও হেলিকপ্টারের মাধ্যমে এ উদ্ধার তৎপরতা চালাচ্ছে।