কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে বিশিষ্ট সমাজসেবক, গার্মেন্ট ব্যবসায়ী ও জেলা শ্রমিকলীগের উপদেষ্টা আতাউল্লাহ সিদ্দিক মাসুদ এ সভার আয়োজন করেন। রোববার সন্ধ্যায় উপজেলার সন্মানিয়া এলাকায় নিজ বাড়ি চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, মো.মুহি উদ্দিন।
সভায় সন্মমানিয়াসহ আশপাশের কয়েকটি গ্রামের কয়েক’শ লোক উপস্থিত ছিলেন।
আতাউল্লাহ সিদ্দিক মাসুদ বলেন, রাজনীতি করি মানুষের সেবায়। নিতে নয়, দিতে এসেছি। আমার মরহুম মা-বাবার নামে ছমির-হালিমা ট্রাস্ট প্রতিষ্ঠা করা হয়েছে। এ ট্রাস্টের মাধ্যমে পাকুন্দিয়া উপজেলার প্রত্যন্ত এলাকার হতদরিদ্র মানুষের কল্যাণে কাজ করা হচ্ছে। এছাড়াও বিভিন্নভাবে মানুষের উপকার করার চেষ্টা করে থাকি। পাকুন্দিয়া উপজেলার উন্নয়নে কাজ করতে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আমি চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্ধিতা করতে চাই। নির্বাচনে বিজয়ী হলে সকলকে নিয়ে এই জনপদের উন্নয়নমূলক কাজ করতে চাই। তাই আপনাদেরকে ডেকেছি। আপনারা আমার আপনজন। সুখে-দুখে আপনারাই আমার পাশে থাকবেন, আমিও।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা শ্রমিকলীগের সভাপতি নাজমুল হক দেওয়ান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ব্যবসায়ী খায়রুল আলম, ডা.মকবুল, হাফিজুল্লাহ মাস্টার প্রমুখ।