কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় দীর্ঘ দুই যুগ পর পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেলে পৌর সদরের মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের সামনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, কিশোরগঞ্জ-২(কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের আহবায়ক অ্যাডভোকেট মো.সোহরাব উদ্দিন।
সম্মেলনে সর্বসম্মতিক্রমে অ্যাডভোকেট মিনহাজুল হক খোকাকে সভাপতি এবং পৌর কাউন্সিলর শফিকুল ইসলাম আরিফকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করেন অ্যাডভোকেট মো. সোহরাব উদ্দিন এমপি।
এসময় উপজেলা আওয়ামীলীগের যুগ্মআহ্বায়ক মো. মাহবুবুর রহমান, মো.শামসুদ্দোহা, ভিপি মো.ফরিদ উদ্দিন, জেলা শ্রমিকলীগের উপদেষ্টা আতাউল্লাহ সিদ্দিক মাসুদ, উপজেলা আওয়ামীলীগের সদস্য আনোয়ার হোসেন, উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি বাবুল আহমেদ, উপজেলা যুবলীগের যুগ্মআহ্বায়ক ভিপি মো.হেলাল উদ্দিন, যুগ্মআহ্বায়ক একরাম হোসেন টিপু, উপজেলা ছাত্রলীগের আহবায়ক নাজমুল আলম ও সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ তুহিনসহ আওয়ামীলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অ্যাডভোকেট মো.সোহরাব উদ্দিন এমপি বলেন, ‘দীর্ঘদিন পর পৌর আওয়ামীলীগের সম্মেলন হওয়ায় নেতাকর্মীরা উজ্জীবিত। আশা করি নতুন কমিটির নেতৃবৃন্দ দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে ভূমিকা রাখবে।