খাগড়াছড়ি প্রতিনিধিঃ
সাবেক ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান ও ২৯৮ নং খাগড়াছড়ি আসনে টানা তিন মেয়াদে আওয়ামী লীগের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরাকে আগামী ০৭জানুয়ারি ২০২৪ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করতে খাগড়াছড়ি সদর উপজেলা মহিলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির উদ্যোগে উঠান বৈঠক,জনসংযোগ, লিফলেট বিতরণ করা হয়, (২৭ ডিসেম্বর) বুধবার বিকাল ৪ টায় গোলাবাড়ির রাজ্যমনি পাড়া ও পৌরসভার ৯ নং ওয়ার্ডে সদর উপজেলা মহিলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য সচিব শারমিন সরকার বৃষ্টি’র সঞ্চালনায়,জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী ক্রইসাঞো চৌধুরী সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও জেলা পরিষদের সদস্য কল্যান মিত্র বড়ুয়া, সদর উপজেলার গোলাবাড়ি ইউপিররা জ্যমনি পাড়া ও পৌরসভার ৯ নং ওঠান বৈঠক করা হয় এবং ঘরে ঘরে গিয়ে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন,০৭ জানুয়ারি সকালে যাতে সবাইকে নিয়ে কেন্দ্রে উপস্থিত থাকার অনুরোধ করেন।
কল্যান মিত্র বড়ুয়া বলেন -খাগড়াছড়ি আসনে অসাম্প্রদায়িক নেতা কুজেন্দ্রলাল ত্রিপুরা এমপি কে আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন। অনেক আপনাদের ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য মিথ্যাপপ্রচার চালাবে এগুলোতে কান নাদিয়ে নিজে ভোট কেন্দ্রে গিয়ে নিজের নাগরিক অধিকার ভোট দিবেন।
বিশেষ অতিথি ছিলেন- খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক চন্দন কুমার দে, সদর উপজেলা মহিলা আওয়ামীলীগের আহবায়ক সুইচিং থুই মারমা, অনন্যদের মধ্যে উপস্থিত ছিলো- জেলা মহিলা আওয়ামীলীগের সহ সভাপতি সুইনা চিং মারমা, আহবায়ক কমিটির সদস্য উক্রাইয়ো মারমা,শান্তা দাশ, উশাংপ্রু মারমা, রুপা মারমাসহ অন্যান্যরা এবং স্থানীয় জনসাধারণ।