আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধিঃ
নেত্রকোনার আটপাড়ায় পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন (PBGSI) স্কিমের আওতায় দুঃস্থ, এতিম, ভূমিহীন ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে জবাবদিহিতামূলক অনুদানের অর্থ বিতরণ করা হয়েছে। পাহাড়পুর উচ্চ বিদ্যালয় আটপাড়া নেত্রকোনা আয়োজনে বুধবার সকাল ১১ টায় উচ্চ বিদ্যালয়ে ১৭ জন দুঃস্থ, এতিম, ভূমিহীন, ও মেধাবী শিক্ষার্থী ও ২ জন প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে এ অর্থ বিতরণ করা হয়। পাহাড়পুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এটিএম এখলাছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাকিল আহমেদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিকুর রহমান খান, উপজেলা একাডেমি সুপারভাইজার রূপা নন্দী, সঞ্চালনা করেন পাহাড়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান, উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক এবায়েত মানিকসহ সকল সহকারী শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।