শারমিন সরকার বৃষ্টি, খাগড়াছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়ি আসনে নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ১২জন মনোনয়ন প্রত্যাশীকে ডিঙিয়ে খাগড়াছড়ি সংসদীয় আসনে টানা তৃতীয় মেয়াদে নৌকার মাঝি হয়েছেন কুজেন্দ্র লাল ত্রিপুরা (এমপি)। তিনি এ নিয়ে তিনবার নৌকার মাঝি নির্বাচিত হয়ে হ্যাটট্রিক করেছেন।তায় দলীয় মনোনয়ন পেয়ে ঢাকা থেকে সোমবার (২৭ নভেম্বর) দুপুরে খাগড়াছড়ি আগমনে নেতাকর্মীদের মধ্যে ছিল বাড়তি উৎসাহ উদ্দীপনা।
খাগড়াছড়ি ২৯৮ নং সংসদীয় আসনের সীমানায় প্রবেশ করার পর থেকে পথে পথে আওয়ামী লীগের নেতা কর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
রামগড়, জালিয়াপাড়া,গুইমারা, মাটিরাঙ্গা ও খাগড়াছড়ি সদর, পানছড়ি,দীঘিনালা,মহালছড়ি সহ পথে মধ্যে প্রতিটি উপজেলার নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন কুজেন্দ্রলাল ত্রিপুরা এমপি। শাপলা চত্ত্বরের মুক্তমঞ্চে সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন কুজেন্দ্র লাল ত্রিপুরা তৃতীয় মেয়াদে নৌকার মাঝি করায় কৃতজ্ঞতা জানান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে,খাগড়াছড়ি বাসির প্রতি অনুরোধ করেন নৌকা প্রতীকের ভোট দিয়ে বিজয় করার জন্য, সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।