আল-আমিন, রায়গঞ্জঃ
সিরাজগঞ্জের রায়গঞ্জে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কেন্দ্রীয় কৃষক লীগের উদ্যোগে উপজেলা নির্বাচনী প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(১১নভেম্বর)সকালে বহ্মগাছা আওয়ামীলীগ কার্যালয়ে রায়গঞ্জ উপজেলা কৃষকলীগের সভাপতি জিয়া উদ্দিন বাবলুর সভাপতিত্তে ও রায়গঞ্জ উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান ও রায়গঞ্জ উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক রেজাউল করিম বাচ্চুর সঞ্চালনায়,
উক্ত প্রতিনিধি সভায় বর্তমান সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় কৃষক লীগের সহ-সভাপতি কৃষিবিদ আলহাজ্ব মো:সাখাওয়াত হোসেন সুইট।
বর্তমান সরকারের উন্নয়ন তুলে ধরে প্রধান অতিথি কৃষিবিদ আলহাজ্ব সাখাওয়াত হোসেন সুইট বলেন ‘আওয়ামী লীগ সরকারের গত ১৪ বছরের ধারাবাহিক উন্নয়ন এবং নিরলস প্রচেষ্টায় বাংলাদেশ উন্নয়নশীল দেশে উন্নীত ও গৌরব অর্জন করেছে। একই সঙ্গে বাংলাদেশ আজ বিশ্বের ৪১তম বৃহৎ অর্থনীতির দেশ এবং উন্নয়ন ও সমৃদ্ধির পথে বিশ্বের বিস্ময়।’
আওয়ামীলীগ সরকার ২০৪১ সালের মধ্যে জাতির পিতার স্বপ্নের ক্ষুধা-দারিদ্রমুক্ত উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের জন্য নিরলস কাজ করে যাচ্ছে। এ লক্ষ্যে আমরা দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা (২০২১-২০৪১) বাস্তবায়ন করছে এবং একটি সমৃদ্ধ রাজস্ব ভাণ্ডার গড়ে তোলার ওপর প্রাধান্য দিচ্ছে। এর সঙ্গে প্রয়োজনীয় পেশাগত প্রশিক্ষণের মাধ্যমে তথ্য-প্রযুক্তিনির্ভর, দক্ষ, যুগোপযোগী ও জনবান্ধব রাজস্ব প্রশাসন গড়ে তুলতে সরকার কাজ করে যাচ্ছে।’
তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের মহান স্বাধীনতার পর অভ্যন্তরীণ সম্পদ আহরণের মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং ধারাবাহিক উন্নয়নের মাধ্যমে আত্মনির্ভরশীল দেশ গড়ার স্বপ্ন নিয়ে ১৯৭২ সালে জাতীয় রাজস্ব বোর্ড প্রতিষ্ঠা করেছিলেন।
বাংলাদেশ শিগগির এলডিসি থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত হতে যাচ্ছে।
রাশিয়া-ইউক্রেন চলমান সংঘাতের ফলে বৈশ্বিকসহ বাংলাদেশের অর্থনীতিতেও নানাবিধ বিরূপ প্রভাব পড়ছে। বৈশ্বিক অর্থনৈতিক এই প্রেক্ষাপটে অভ্যন্তরীণ খাত থেকে রাজস্ব আদায় বৃদ্ধির জন্য জাতীয় রাজস্ব বোর্ড আরও উদ্যমী হয়ে কাজ করবে বলে তিনি আশা করেন।
উক্ত প্রতিনিধি সভায় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন,বহ্মগাছা ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ফরহাদ আলী সরকার,সিরাজগঞ্জ জেলা কৃষকলীগের আহব্বায়ক আবুল কালাম আজাদ সুইট,সিরাজগঞ্জ জেলা কৃষকলীগের যগ্ম-আহব্বায়ক নজরুল ইসলাম,এ্যাসেডস এর সমন্বয়ক আশরাফুল ইসলাম,রায়গঞ্জ উপজেলার সকল ইউনিয়ন কৃষকলীগের সভাপতি সম্পাদক সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।