মীর সবুর আহম্মেদ, মুক্তাগাছাঃ
ময়মনসিংহের মুক্তাগাছায় বিএনপি-জামাতের সারাদেশে নৈরাজ্য, অগ্নিসংযোগ ও হত্যার প্রতিবাদে বিশাল জনসমাবেশ করে মুক্তাগাছা উপজেলা আওয়ামীলীগ। শুক্রবার (১০ নভেম্বর) ২ ঘটিকায় ময়মনসিংহের মুক্তাগাছায় শেখ রাসেল স্টেডিয়াম প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সাংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী জনাব কে.এম খালিদ এমপি’র সভাপতিত্বে জনসমাবেশের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কৃষি মন্ত্রী ও আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক এমপি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সভাপতি এহতেশামুল আলম ও সাধারণ সম্পাদক এড. মোয়াজ্জেম হোসেন বাবুল।
এতে আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা পরিষদে চেয়ারম্যান ইউসুফ খান পাঠান, সহ-সভাপতি বাবু নয়ন কুমার দেব, যুগ্ম সাধারণ সম্পাদক এম.এ কুদ্দুস, জেলা আইনজীবী এড. বদরউদ্দিন আহম্মেদ, জেলা পরিষদের সদস্য ও মুক্তাগাছা উপজেলা যুবলীগের সভাপতি মাহবুবুল আলম মনি।
জনসমাবেশের অন্যতম আয়োজক হিসেবে উপস্থিত ছিলেন মুক্তাগাছা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মেয়র আলহাজ্ব বিল্লাল হোসেন সরকার। এছাড়াও শহর আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আরব আলী সহ মুক্তাগাছা উপজেলা ও পৌর আওয়ামীলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ,ছাত্রলীগ, সৈনিকলীগ, এবং ১০টি ইউনিয়ন এর আওয়ামী নেতৃবৃন্দ।
বক্তব্যের শুরুতে সকল ময়মনসিংহ ও মুক্তাগাছার আওয়ামী নেতৃবৃন্দ ও সংগঠনকে শুভেচ্ছা জানায় সমাবেশের প্রধান অতিথি কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি। তিনি বলেন নৌকার হাল এখনও শেখ হাসিনার হাতে। জয়ের যে প্লাবন তা আটকাতে পারবে না কোন অপশক্তি। ছাত্রদল-যুবদল নেতাদের মোল্লাপাড়ার পূর্ণিমা ধর্ষণ কাহিনীসহ বিভিন্ন অপকর্মের কথা বলেন।
তিনি আরও বলেন ময়মনসিংহের মুক্তাগাছা এবং টাঙ্গাইলের মধুপুর পাশাপাশি থেকে আওয়ামী শক্তিতে পরিপূর্ণ। মুক্তাগাছা আওয়ামিলীগ এর জনসমাবেশ তাকে মুগ্ধ করেছে। আগামী দ্বাদশ নির্বাচনে আওয়ামী লীগের জয় নিশ্চিত। এছাড়া সাংস্কৃতিক বিষয়ক প্রতিমন্ত্রী কে.এম খালিদ বলেন, বিএনপি জামাতের অপশক্তি রুখে দাড়াতে সক্ষম তার নির্বাচিত এলাকা মুক্তাগাছা। নৌকায় ভোট দিয়ে আবার জনগণের উন্নয়ন ঘটাতে নৌকার বিকল্প নেই।