ডিএনবি ডেস্কঃ
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে এবং স্বাধীনতা সংগ্রামে বীর মুক্তিযোদ্ধাদের মহান আত্মত্যাগকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে বিবৃতি দিয়েছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ।
সোমবার (২৫ মার্চ) গগণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেন, “দিল্লির দাসত্ব করার জন্য আমাদের বীর মুক্তিযোদ্ধারা জীবন উৎসর্গ করেন নাই। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গণ-ইফতার বা পবিত্র কোরআন তেলওয়াতের অনুষ্ঠানের উপর নিষেধাজ্ঞার খড়্গ দেখতে আমাদের প্রিয় মাতৃভূমি স্বাধীন হয় নাই। ভোট কারচুপি, অর্থপাচার বা ব্যাংক লুট করার জন্য আমরা লাল-সবুজের পতাকা ছিনিয়ে আনি নাই। আমাদের এই প্রিয় বাংলাদেশ স্বাধীন হয়েছিলো সাম্য এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা করার জন্য। স্বাধীনতার অর্থ ছিলো রাজনৈতিক, অর্থনৈতিক এবং সাংষ্কৃতিক দাসত্ব থেকে মুক্তি। কিন্তু দুঃখের বিষয় আমাদের স্বাধীনতা সংগ্রামের সমস্ত অর্জন আজ এক ব্যক্তির ক্ষমতার লিপ্সায় ধূলিসাৎ হয়ে গেছে। চেতনাকে বিক্রি করে আওয়ামী লীগ আজ বিশ্বের এক নম্বর লুটেরা রাজনৈতিক দলে পরিণত হয়েছে। স্বাধীনতা আজ গণভবনের চার দেয়ালে বন্দি। স্বাধীনতা আজ ছাত্রলীগের ক্যাডার কর্তৃক স্বামীর সামনে স্ত্রীর ধর্ষণের চিৎকারের প্রতিধ্বনি। স্বাধীনতা আজ কতিপয় ব্যবসায়ী গোষ্ঠীর লোভের কাছে জিম্মি। স্বাধীনতা আজ নির্বাচন কমিশনের তামাশার রাজনীতি। ক্ষমতায় লড়াইয়ে ভূলন্ঠিত আমাদের স্বাধীনতার প্রকৃত অর্থকে প্রতিষ্ঠিত করতে রাষ্ট্র এবং সমাজ ব্যবস্থায় কাঠামোগত সংষ্কার করতে হবে। জাতীয়তাবাদী চেতনায় এদেশের সংখ্যাগরিষ্ঠ জনসাধারণের ধর্মীয় মূল্যবোধকে উজ্জীবিত করতে হবে৷ আর এসব কিছুর জন্য আওয়ামী নব্য ফ্যাসিবাদের পতনের বিকল্প নেই। আমাদের আন্দোলন এখনো শেষ হয় নাই। জনগণের বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত আমরা লড়াই অব্যাহত রাখবো ইনশাআল্লাহ।