কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় হতদরিদ্র ভিক্ষুকদের নিয়ে ওসি এক মতবিনিময় সভা করেছেন। আজ বুধবার দুপুরে থানা চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আসাদুজ্জামান টিটু এ সভার আয়োজন করেনন।
সভায় দুর্ঘটনা হ্রাস, যানজট নিরসন, নিজেদের নিরাপত্তার স্বার্থে রাস্তা বাদ দিয়ে বিকল্প পন্থা অবলম্বন, নিজস্ব সম্পদ সঠিক ব্যবহারের মাধ্যমে ভিক্ষাবৃত্তি হ্রাসসহ সচেতনতামূলক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এছাড়াও ভিক্ষুকদের সামনে ঘটে যাওয়া সামাজিক বিভিন্ন অপরাধের তথ্য পুলিশকে অবহিত করার জন্যও পরামর্শ প্রদান করা হয়।
এসময় উপজেলা ভিক্ষুক সমিতির সভাপতি আবদুল কদ্দুছ ও সাধারণ সম্পাদক রূপা মিয়াসহ অর্ধ-শতাধিক ভিক্ষুক উপস্থিত ছিলেন।
এনিয়ে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আসাদুজ্জামান টিটু বলেন, হতদরিদ্র ভিক্ষুকরাও সমাজের অপরিহার্য অংশ। সমাজের প্রায় সর্বক্ষেত্রেই তাদের বিচরণ রয়েছে। তাদের বাদ দিয়ে সমাজের সর্বাঙ্গীন উন্নয়ন সম্ভব নয়। তাই তাদেরকে নিয়ে এ সভার আয়োজন করেছি।