কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গাঁজাসহ বাচ্চু মিয়া (৪২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। শুক্রবার ভোরে উপজেলার কোদালিয়া এলাকা থেকে তাকে আটক করে পাকুন্দিয়া থানা-পুলিশ। এসময় তার দেহ তল্লাশি করে ৫১০গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। আটক হওয়া বাচ্চু মিয়া উপজেলার কোদালিয়া গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, শুক্রবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কোদালিয়া এলাকায় অভিযান চালায় পাকুন্দিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো.জামিল হোসেন এর নেতৃত্বে একদল পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় বাচ্চু মিয়াকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৫১০গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ।
পাকুন্দিয়া থানার ওসি মো.আসাদুজ্জামান টিটু বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।