কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গাঁজাসহ রাজিব মিয়া (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ৮টার দিকে উপজেলার পাঁচলগোটা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পাকুন্দিয়া থানা-পুলিশ। এসময় তার দেহ তল্লাশি করে ৫০০গ্রাম গাঁজা এবং মাদক বিক্রয়ের ১২৫০টাকা উদ্ধার করে পুলিশ। সে উপজেলার পাঁচলগোটা গ্রামের রুপায়েত মিয়ার ছেলে।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আসাদুজ্জামান টিটু গ্রেপ্তারের তথ্যটি নিশ্চিত করে জানান, আটক যুবকের বিরুদ্ধে পাকুন্দিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে বুধবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে ওই এলাকার একটি কাঁচা সড়কে মাদক ক্রয়-বিক্রয় হচ্ছে। এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালায় একদল পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ওই যুবককে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে ৫০০গ্রাম গাঁজা উদ্ধার ও মাদক বিক্রয়ের ১২৫০টাকা জব্দ করা হয়।