কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ৪০পিচ ইয়াবাসহ সেলিম মিয়া (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আজ রোববার সকালে উপজেলার বাহাদিয়া এলাকা থেকে তাকে আটক করে পাকুন্দিয়া থানা-পুলিশ। সে উপজেলার বাহাদিয়া মাদুর বাড়ি গ্রামের আবদুল কাদিরের ছেলে।
পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আসাদুজ্জামান টিটু এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, রোববার সকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে উপজেলার ঢাকা-কিশোরগঞ্জ পাকাসড়কের বাহাদিয়া নামক এলাকায় মাদকদ্রব্য বেচাকেনা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে সেখানে অভিযান চালায় পাকুন্দিয়া থানার একদল পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় সেলিম মিয়া নামের একজনকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে ৪০পিচ ইয়াবা উদ্ধার করে পুলিশ।
পাকুন্দিয়া থানার ওসি মো.আসাদুজ্জামান টিটু বলেন, আটক হওয়া সেলিম মিয়া একজন মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে পাকুন্দিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। ওই মামলায় রোববার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।