মীর সবুর আহম্মেদ, মুক্তাগাছা প্রতিনিধিঃ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে আজ (২৭ নভেম্বর) দলীয় মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেছেন জাতীয় পার্টি (জাপা)। গতকাল রোববার (২৬ নভেম্বর) জাপা চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী বলেন, সোমবার (২৭ নভেম্বর) বিকাল ৪টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে আমরা মনোনীত প্রার্থীদের তালিকা ঘোষণা করব।
সোমবার ৫:৩০ মিনিটে জাপা মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু বলেন, ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনে জাপা মনোনীত লাঙ্গল প্রতিক পেয়েছেন, সাবেক এমপি ও জাপা’র ভাইস চেয়ারম্যান সালাউদ্দিন আহমেদ মুক্তি।
এসময় মুক্তাগাছা জাতিয় পার্টির সাধারণ সম্পাদক নূরউদ্দিন আহমেদ খান সুলতান, শহর জাপা’র সভাপতি কমিশনার মির্জা আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক মুকুল ফরাজি, ব্যাক্তিগত প্রেসসচিব আহম্মেদ কবির এর সম্মিলিত আনন্দ মিছিল বের হয়।
এছাড়াও মুক্তাগাছা যুব সংহতি উপজেলা সাধারণ সম্পাদক সামসুল আলম শওকত ও মো: মুখলেস, মানিক মিয়া, মো: জাহাঙ্গীর এর নেতৃত্বেও মিছিল দেখা যায়।
মিছিলটি মুক্তাগাছা পৌরসভা হতে বের হয়ে আটানীবাজার-মহারাজা রোড হয়ে পূর্ণরায় পৌরসভায় এসে শেষ হয়।এর আগে, বৃহস্পতিবার (২৩ নভেম্বর) জাপা মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু বলেন, তারা একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে আশাবাদী।
তিনি বলেন, “ভোটাররা ভোট দিতে পারলে জাতীয় পার্টি ৩০০ আসনে সংখ্যাগরিষ্ঠতা পাবে। এর আগে ২০ নভেম্বর আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৩০ হাজার টাকায় মনোনয়নপত্র বিক্রি শুরু করে দলটি।