আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধিঃ
নেত্রকোণার আটপাড়ায় শুনই ইউনিয়নের কৃষক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে৷ সোমবার বিকাল ৪টায় গোয়াতলা বাজারে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
শুনই ইউনিয়ন কৃষক লীগের উদ্যোগে শুনই ইউনিয়ন কৃষক লীগের মস্তু মিয়ার সভাপতিত্বে কৃষক লীগ নেতা হেলাল উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম খান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মফিজ উদ্দিন, কৃষক লীগ নেতা কাজল ফকির, লুনেশ্বর ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক সোহাগ মিয়া, শুনই ইউনিয়ন কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক রিপন মিয়া, কৃষক লীগ নেতা রায়হান, বর্ধিত সভা শেষে সেতু বাজার থেকে একটি শান্তি মিছিল বের হয়, মিছিলটি উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয় প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে এসে শেষ হয়।