আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধিঃ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ রোববার(১৯ নভেম্বর) বিকালে সুখারী ইউনিয়ন আওয়ামী লীগের তত্বাবধানে নাজিরগঞ্জ ভোট কেন্দ্র কমিটি গঠিত হয়৷ কমিটিতে সকলের মতামতের ভিত্তিতে আনোয়ার হোসেন আকন্দ কে আহবায়ক ও আবুল কালাম আজাদ কে যুগ্ম আহবায়ক করে একশ এক সদস্য কেন্দ্র কমিটি বিশিষ্ট কমিটি গঠিত হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন সাবেক সুখারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার আব্দুস সালাম, সাবেক চেয়ারম্যান কফিল উদ্দিন তালুকদার, সুখারী ইউনিয়নের সাধারণ সম্পাদক সাইকুল ইসলাম আরাদন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সুমন খন্দকার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য কামরুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক মন্ডলীর সদস্য রুহুল আমিন মেম্বার, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বকুল নিয়া, আওয়ামী লীগ নেতা শরফুল মিয়া, উকিল মিয়া, এন্ট্রাস মিয়া, নজরুল ইসলাম চৌধুরী, এমদাদ মিয়া, রেনু মিয়া, জহিরুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।