কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
ইতালিতে প্রবাসীদের সর্ববৃহৎ আঞ্চলিক সংগঠন বৃহত্তর সিলেট বিভাগের চারটি জেলা নিয়ে গঠিত সিলেট ডায়নামিক অ্যাসোসিয়েশন,ভিসেনছা-ইতালির নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন তরুন সমাজসেবক ও সংগঠক মোঃ সাদিক খান।
গত ২৪ এপ্রিল রাতে ইতালির বানিজ্যিক এলাকা ভিসেনছা বাঙালি অধ্যুষিত এলাকার একটি হল রুমে স্মমেলন অনুষ্ঠিত হয়। জনাব মাসুক মিয়ার সভাপতিত্বে কমিটি গোষণা দেন। কমিটির সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সালেক আহমদ ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রাসেল আহমদ সহ ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন। শ্রীপুর মানব কল্যাণ প্রবাসী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোঃ সাদিক খান কে নবগঠিত সিলেট ডায়নামিক অ্যাসোসিয়েশন ভিসেনছা ইন ইতালির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন শ্রীপুর মানব কল্যাণ প্রবাসী ফাউন্ডেশনের সকল সদস্যবৃন্দ।
নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক মোঃ সাদিক খান এর সুযোগ্য নেতৃত্বে ভিসেনছার বৃহত্তর সিলেটবাসীর ঐক্যের সংগঠন সিলেট ডায়নামিক অ্যাসোসিয়েশন ,ভিসেনছা-ইতালি এগিয়ে যাবে আরও দুর্বার গতীতে তারা এ প্রত্যাশা ব্যক্ত করেন। উল্লেখ্য,মো: সাদিক এর বাড়ি সিলেটের কুলাউড়া উপজেলায়।